রাশেদ খান মেননকে গত বুধবার বরিশাল-৩ আসনে ১৪ দল জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। পরে গত শুক্রবার তা পরিবর্তন করে তাঁকে বরিশার-২ আসনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাশেদ খান মেনন ২৮ বছর পর নিজ জন্মস্থানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ নিয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে নানা জল্পনা ও আলোচনা ছিল তিনি আসলে কোন আসনে প্রার্থী হবেন। আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মহিদুল ইসলামের কাছে বরিশার-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করার আবদেন তুলে দেওয়ার পর সেই জল্পনার অবসান হলো।
এর আগে রাশেদ খান মেনন গতকাল শনিবার বিকেলে সড়কপথে ঢাকা থেকে নির্বাচনী এলাকা উজিরপুরের ইসলাদী বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে ওয়ার্কার্স পার্টি উজিরপুর ও বানড়ীপাড়া উপজেলার নেতা-কর্মী, ১৪ দলের শরিক জাসদ আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ মেননকে ফুলেল সংবর্ধনা দেন।
0 Comments