সাফল্যের চেনা পথটা হঠাৎ করেই যেন হারিয়ে ফেলেছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে বল দখল থেকে শুরু করে গোলের লক্ষ্যে শট, সব ক্ষেত্রে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে এক পয়েন্ট নিয়ে। জয়ের সম্ভাবনা জাগিয়েও এমন ফলাফল, নিশ্চিতভাবেই হতাশাজনক। বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসেরও মন খারাপ। তবে দল সঠিক পথে আছে বলেই মনে করেন তিনি।

লা লিগায় শনিবার রাতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ড্র করে ১-১ গোলে।

মেস্তায়া স্টেডিয়ামে শুরুটা ভালো ছিল না বার্সেলোনার। তবে দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে জোর দেয় তারা। সুযোগও মিলতে থাকে, কিন্তু ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হয় তারা।

অবশেষে ৫৫তম বার্সেলোনাকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। তবে লিগ চ্যাম্পিয়নদের হতাশ করে ১৫ মিনিট পত সমতা টানেন উগো গিয়ামন।

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় বার্সেলোনা। এর মধ্যে ৮টি শট ছিল লক্ষ্যে, কিন্তু জালে যায় কেবল একটি।

এত এত সুযোগ তৈরি করেও পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ শাভি। লিগে গত রাউন্ডে জিরোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-২ গোলে হারের পর এই ড্র। এর মাঝে আবার চ্যাম্পিয়ন্স লিগে রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে হারে তারা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকায় বাড়ছে দুর্ভাবনা। তবে শাভি হতাশ হলেও খুব বেমি চিন্তার কিছু দেখছেন না।

“আমরা সঠিক পথে আছি। (গোলের সুযোগগুলো) ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল। আমরা একটি পয়েন্ট পেয়েছি, তাতে আমরা হতাশ, তবে আমরা উন্নতি করব।”

শাভির বিশ্বাস, জয়টা তাদের প্রাপ্য ছিল।